বিকাল ৩:২৬,   শুক্রবার,   ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে লকডাউন কার্যকর করতে মাঠে প্রশাসন

রেজুওয়ান কোরেশী,জগন্নাথপুর:
লকডাউন কার্যকর করতে প্রথম দিনে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার সৈয়দপুর বাজার ও জগন্নাথপুর বাজারে লকডাউন অমান্য করে দোকান পরিচালনা করায় সাত ব্যবসায়ীকে ৭হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্ব পুলিশ দিনব্যাপী লকডাউনের বিধি নিষেধ কার্যকর করতে মাঠে ছিলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, প্রথম দিনে লকডাউন কার্যক্রম জগন্নাথপুরে সন্তোষ জনকভাবে পালিত হয়েছে। এরপরও যারা অমান্য করেছেন তাদের কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।