রাত ১১:২৪,   শুক্রবার,   ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জাউয়া বাজারে দোকান খোলা রাখার দাবীতে ব্যাবসায়ীদের বিক্ষোভ

ছাতক প্রতিনিধি:
করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিন চলছে। এরই মধ্যে দোকান খোলার রাখার দাবিতে আন্দোলনে নেমেছেন জাউয়াবাজারের ব্যবসায়ী, চালক, পথচারীসহ বিভিন্ন শ্রমজীবি মানুষ।
সোমবার (৫ এপ্রিল) দুপুরে দিকে বাজারের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা মিছিল নিয়ে রাস্তায় নামেন। ব্যবসায়ীরা সব স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার জন্য সরকারের অনুমতি চান। এসময় মিছিল চলাকালে পুলিশের ভ্যান ও ভ্রাম্যমান আদালতের গাড়ী আটকা পড়ে।
জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আছাদুর রহমান জানান, গত লকডাউনে দোকানপাট বন্ধ থাকায় অনেক ব্যবসায়ীদের ঘরে খাদ্য ছিলো না। এবং দেনা করে সংসার চালাতে খুব কষ্ট হয়েছে। সেই দেনার টাকাও এখনও কেউ পরিশোধ করতে পারেন নি। লকডাউনের ফলে এখন আবার দোকানপাট বন্ধ থাকলে আমাদের ভিটে বাড়ি বিক্রি করতে হবে। সেজন্য সবাই আন্দোলন করেছে।