রাত ৯:২৫,   রবিবার,   ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দ.সুনামগঞ্জে ‘চেতনায় রনাঙ্গন ৭১’র বিনামুল্যে চক্ষুসেবা প্রদান

নোহান আরেফিন নেওয়াজ, দ.সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জে ৬ষ্ঠ বারের মতো বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেছে স্বেচ্চাসেবী সংগঠন ‘চেতনায় রনাঙ্গন ৭১’। রোববার (১৭ জানুয়ারী) দিনব্যাপী মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগীতায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের পাইকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুস্থ-অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করে সংগঠনটি।
মৌলভীবাজার বিএনএসবি হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করেন। এরমধ্যে প্রায় ১ হাজার চক্ষুরোগীকে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ঔষধ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয় এবং ৬৭ জন গুরুতর চক্ষু রোগীকে অপারেশনের জন্য বিএনএসবি হাসপাতালে প্রেরণ করা হয়।
‘চেতনায় রনাঙ্গন ৭১’ এর প্রতিষ্ঠাতা সভাপতি রকিবুল হাসান রুমন বলেন, স্বেচ্চাসেবী সংগঠন ‘চেতনায় রনাঙ্গন ৭১’ সবসময় অসহায় মানুষকে সহায়তা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ ষষ্ঠ বারের মত এলাকার অসহায় মানুষদের চক্ষু চিকিৎসা সেবা দিতে পেরে খুবই ভালো লাগছে। এমন মানবিক কাজ অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য ফুয়াদ হোসেন রাহি, শাহিন মিয়া, সুনু মিয়া জিবান, সৌরভ, পলাশ, ওয়াহিদ, ফখরুল, ইমন, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, লিছান আহমদ প্রমুখ।