রাত ১১:১৬,   শুক্রবার,   ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় উৎসবের মধ্য দিয়ে ধান কাটা শুরু

ধর্মপাশা প্রতিনিধি:
ধর্মপাশা উপজেলার আতলাই হাওরে উৎসবমূখর পরিবেশে ধান কাটা শুরু হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগীতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওই হাওরে ধান কাটা উৎসবের আয়োজন করে।
এ সময় শ্রমিকদেরকে উৎসাহ দেওয়ার জন্য ধান কাটায় অংশ্রগহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আরিফ উল্লাহ খান, সুনামগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, উপজেলা জনস্বাস্থ্য কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা কৃষি কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন সোহাগ, কামলরুল ইসলাম, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটনসহ আরো অনেকেই ধান কাটায় অংশ নিয়ে শ্রমিকদের উৎসাহ দেন। এবার উপজেলার আটটি হাওরে ৩১ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে।