বিকাল ৫:২২,   রবিবার,   ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় জমি ও ঘর পেলো ৩৪ পরিবার


ধর্মপাশা প্রতিনিধি :
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সুনামগঞ্জে ধর্মপাশায় জমি ও ঘর পেয়েছে ভূমি ও গৃহহীন ৩৪টি পরিবার।
শনিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে স্থানীয় গণমিলনায়তনে উপজেলা প্রশাসন ভিডিও কনফারেন্সের আয়োজন করে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম মিয়া, কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র তালুকদার, সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।
পরে ওইসব উপকার ভোগীদের পবিবারের হাতে জমির দলিল তুলে দেওয়া হয়।