বিকাল ৩:২৪,   শুক্রবার,   ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগ‌ঞ্জে কৃষকের ধান কে‌টে দিল যুবলীগ

স্টাফ রি‌পোর্টার:
সুনামগঞ্জের হাওরে হাও‌রে পাক‌তে শুরু ক‌রে‌ছে বো‌রো ধান। কোথাও পাকা ধান কাটা শুরু হ‌য়ে‌ছে। লকডাউন ও ক‌রোনার কার‌ণে গত বছ‌রের মত এবারও হাও‌রে শ্র‌মিক সংকট। ত‌বে শ্র‌মিক থাক‌লেও সুনামগ‌ঞ্জে কৃষক‌দের পা‌শে দা‌ড়ি‌য়ে‌ছে জেলা যুবলীগ।
সোমবার সকালে সদর উপ‌জেলার দেখার হাওরের কৃষক সহিবুর রহমানের বো‌রো পাকা জমির ধান কেটে দিয়ে‌ছে সদর উপ‌জেলা প্রশাসন ও জেলা যুবলীগ।
সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও জেলা যুবলীগের শতাধিক নেতাকর্মী ধান কাটায় অংশ নেন। জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারিয়ারের নেতৃত্বে যুবলীগ নেতাকর্মীরা হাওরে গিয়ে এই কৃষকের ধান কেটে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, সুনামগঞ্জ পৌরসভার সা‌বেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে জেলা ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র অমিয়, লক্ষণশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহীনুর রহমান, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সহিবুর রহমান, সিনিয়র সহ সভাপতি আবু হানিফা প্রমুখ।