সকাল ১০:০৯,   শুক্রবার,   ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য বিধি মানতে উৎসাহিত করন ও লকডাউন কার্যকরে অভিযান

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ শহরে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান নিশ্চিত, লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসকের মো.জাহাঙ্গীর হোসেনের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
রোববার (১৮ এপ্রিল) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম। মোবাইল কোর্ট পরিচালনার সময় সাথে ছিলেন এ কার্যালয়ের অপর নির্বাহী মাজিস্ট্রেট মো. তুরাব হোসেন। এ সময় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ৫ টি মামলায় ১ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথচারীদের মাস্ক বিতরণ করা হয়। মাস্ক ব্যবহার না করায় এবং লকডাউন ভঙ্গ করার জরিমানা করে সতর্ক করে দেয়া হয়েছে। একই সাথে যাদের মাস্ক ছিল না তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক প্রদান করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।