স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর মুজিব পল্লীতে সন্তানকে প্রতিবন্ধী কার্ড দেয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে গৌরারং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মমিন মিয়ার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ শহরের পৌরবিপনীতে সংবাদপত্রের অফিসে এক সংবাদ সম্মেলন করেছেন করেছেন নির্যাতিত মহিলা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৬ সেপ্টেম্বর ৩ ঘটিকার সময় আমার প্রতিবেশী আব্দুর রহিম ও তার স্ত্রী খুদেজা আমার প্রতিবন্ধী ছেলেকে প্রতিবন্ধী কার্ড দেয়ার কথা বলে তাদের ঘরে যেথে বলে, আমি সরল বিশ্বাসে তাদের ঘরে যাই।
বাসায় গিয়ে দেখতে পাই গৌরারং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য মমিন মিয়াকে। এ সময় মমিন আমাকে ঝাপটে ধরে কাপড় দিয়ে মুখে চাপা দিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপুর্বক ধর্ষণ করে। তিনি আরও বলেন, এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি একজন নিরীহ ও অসহায় মানুষ। ন্যায় বিচার পাওয়ার আশায় আপনাদের কাছে এসেছি। ঘটনার সুষ্ঠু তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানাই।