বিকাল ৩:২৯,   রবিবার,   ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় প্রাণিসম্পদ দপ্তরের সচেতনতামূলক সেমিনার

ধর্মপাশা প্রতিনিধি:
ধর্মপাশায় মুজিববর্ষ উপলক্ষে প্রাণিজ পুষ্টি নিরাপত্তা ও আত্মকর্মসংস্থানে প্রাণি সম্পদের ভূমিকা শীর্ষক জন সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ গণমিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের অর্থায়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এ সেমিনারের আয়োজন করে। এতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন। সেমিনারে ৫০ জন খামারি ও উদ্যোক্তা উপস্থিত ছিলেন।