রাত ৩:৩৩,   শনিবার,   ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগ‌ঞ্জে মোবাই‌লে ঝড়, বৃ‌ষ্টির আগাম বার্তা পাঠা‌চ্ছে আবহাওয়া অ‌ধিদপ্তর

নিউজ ডেস্ক :
চল‌তি বো‌রো মৌসুম‌ ও হাওর এলাকায় ঝড়, বৃ‌ষ্টির কথা মাথায় রে‌খে আবহাওয়া অ‌ধিদপ্তর ব্য‌তিক্র‌মি উ‌দ্যেগ নি‌য়ে‌ছে। সাধারণ মানুষের ব্য‌ক্তিগত মোবাইল ফো‌নে ভ‌য়েস কল পাঠি‌য়ে আগাম আবহাওয়া বার্তা দি‌চ্ছে তাঁরা।
বুধবার সুনামগ‌ঞ্জে আবহাওয়া অ‌ধিপ্ত‌রের আগাম আবহাওয়া বার্তার ভ‌য়েস কল অ‌নে‌কেই পে‌য়ে‌ছেন।
আগাম বার্তায় বলা হয়, সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর জামালগঞ্জে আগামী ৩ এপ্রিল পর্যন্ত হালকা, বৃষ্টিপাত বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় বজ্রপাত থেকে রক্ষাপেতে নিরাপত্তামুলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। জলাশয় থেকে দূরে থাকতে হবে। হাওরে খোলা জায়গায় মাছ ধরা যাবে না। নিরাপদে অবস্থান করতে হবে। উচুঁস্থান, গা‌ছের কা‌ছে যাওয়া যা‌বে না, বিদ্যু‌তের তার, বিদ্যু‌তের খুঁ‌টি থে‌কে দূ‌রে থাক‌তে হ‌বে। জানালার কা‌ছে যাওয়া যাবে না। নৌকা থাক‌লে নৌকার চই‌য়ের ভেত‌রে থাক‌তে হ‌বে।
সুনামগ‌ঞ্জের সময় টে‌লি‌ভিশ‌নের সাংবাদিক হিমা‌দ্রি শেখর ভদ্র ও ইন‌ডি‌পেন‌ডেন্ট টি‌ভির জা‌কির হো‌সেন নি‌জে‌দের মোবাইল ভ‌য়েস কল পাওয়া বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।