রাত ৩:৩১,   শনিবার,   ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগ‌ঞ্জে ওরস, বারুণী মেলা বন্ধ ; পর্যটনস্প‌টে জনসমাগ‌মে নি‌ষেধাজ্ঞা


‌নিউজ ডেস্ক :
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত জেলা প্রশাস‌নের মতবিনিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপ‌তিত্ব ক‌রেন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হো‌সেন।
সভায়, সুনামগঞ্জ জেলায় আগামী দুই সপ্তাহ সব ধরনের সভা-সমাবেশ, ধর্মীয় সমাবেশ, শাহ আরেফিনের ওরস, বারুণী মেলা ও স্নান বন্ধের সিদ্ধান্ত হয়।
এছাড়া সুনামগ‌ঞ্জের পর্যটন স্পটগু‌লো‌তে জনসমাগম না কর‌তে ১৪ দি‌নের নি‌ষেধাজ্ঞা দেয়া হয়।
সভায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্র‌তি অনুরোধ করা হয়। এসময় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএমসহ বি‌ভিন্ন দফত‌রের জেলা পর্যা‌য়ের কর্মকর্তা ও জনপ্রতি‌নি‌ধিরা উপ‌স্থিত ছি‌লেন।