রাত ৩:৩৪,   শনিবার,   ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ক‌রোনা ; সুনামগ‌ঞ্জে বি‌য়ে, জন্ম‌দিনসহ সামা‌জিক অনুষ্ঠান নি‌ষিদ্ধ


স্টাফ রি‌পোর্টার :
সুনামগ‌ঞ্জে সামা‌জিকসহ সকল ধর‌ণের জনসমাগম নি‌ষিদ্ধ করা হ‌য়ে‌ছে।
আগামী ১৪এ‌প্রিল পর্যন্ত বি‌য়ে, জন্ম‌দিনসহ সকল প্রকার জনসমাগমমূলক সামা‌জিক অনুষ্টান নি‌ষিদ্ধ ক‌রে‌ছে জেলা প্রশাসন।
বৃহস্প‌তিবার জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হো‌সেন সাক্ষ‌রিত এক গণ‌বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।
‌বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, ক‌রোনা ভাইরাস প্রতি‌রো‌ধের ল‌ক্ষে গ‌ঠিত জেলা ক‌মি‌টি বুধবার ১১টি জরু‌রি সিদ্বান্ত নেয়।
এর ম‌ধ্যে ১নাম্বারে বি‌য়ে, জন্ম‌দিনসহ সামা‌জিক অনুষ্টান, ধর্মীয় ওরস, পণতীর্থস্নান, রাজ‌নৈাতকসহ জনসমা‌বেশ নি‌ষিদ্ধ করা হ‌য়ে‌ছে। আগামী দুই সপ্তাহ এ নি‌র্দেশনা কার্যকর থাক‌বে।
এছাড়া সাধারণ জনগণ‌কে মাস্ক প‌রিধান ক‌রে চলাচল কর‌তে বলা হ‌য়ে‌ছে। স্বাস্থ্য‌বি‌ধি লংঘন কর‌লে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও বলা হ‌য়ে‌ছে।