রাত ১:২৮,   শনিবার,   ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য বিধি না মানায় চায় প্রতিষ্ঠানকে অর্থ দন্ড


স্টাফ রিপোর্টার:
পৌর এলাকার বিভিন্ন স্থানে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণে সচেতন করার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) দপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড, ট্রাফিক পয়েন্ট, বাধন পাড়া সহ শহরের বিভিন্ন এলাকায় শতাধিক দোকান, রেস্টুরেন্ট, হোটেল, ফার্মেসী, বিপনী বিতান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণ বিষয়ে সতর্কীকরণ করা হয়।
জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল হক।
স্বাস্থ্যবিধি মানায় অবহেলা করায় ৪ টি প্রতিষ্ঠানকে ১ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়।
একই সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তুরাব হোসেন অস্বচ্ছল নাগরিকদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং মাস্ক পরিধানের জন্য সতর্ক করেন।
জেলা প্রশাসনের পক্ষ জানানো হয়েছে জনস্বার্থে স্বাস্থ্যবিধি বিষয়ক মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।