রাত ৯:২৫,   শুক্রবার,   ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শহরের বিভিন্ন স্থানে পুলিশের মাস্ক বিতরণ

নিউজসুনামগঞ্জ ডেস্ক:
শহর বিভিন্ন স্থানে জনসাধারণের মধ্যে মাস্ক ব্যবহার নিশ্চিতসহ স্বাস্থ্যবিধি মানতে উদবুদ্ধ করণের লক্ষে মাস্ক বিতরণ করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ।
মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সাত দিনের লকডাউনের মধ্যে আজ দ্বিতীয় দিন অতিবাহিত হল। সীমিত পরিসরে প্রায় সব অফিস খোলা থাকায় লকডাউনেও অনেকটা বাধ্য হয়েই বাইরে বের হচ্ছেন পৌরবাসী। এ অবস্থায় সুনামগঞ্জ শহর জুড়ে জনসাধারণের মধ্যে মাস্ক ব্যবহার নিশ্চিতসহ স্বাস্থ্যবিধি মানাতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সুনামগঞ্জ জেলা পুলিশ।
মঙ্গলবার (০৬ এপ্রিল) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড, ট্রাফিকপয়েন্ট, কালীবাড়ী পয়েন্ট, মধ্যবাজার, সুরমা মার্কেটসহ বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ করে জেলা পুলিশ। এ সময় যারা সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খুলেছিল তাদের দোকান তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়েছে।
মাস্ক বিতরণে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী খান পাঠান।