সন্ধ্যা ৭:৩০,   শুক্রবার,   ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে ধান বোর ধান কাটা শুরু

স্টাফ রিপোর্টার:  
তাহিপুর উপজেলায় বোর ধান কাটা উৎসব উদ্বোধন  করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।
বুধবার (৭ এপ্রিল)  সকালে উপজেলার সদর ইউনিয়নের শনির হাওরে উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদৌগে ধান কাটা উৎসব শুরু হয়।  এখন থেকে উপজেলার যে হাওর গুলোতে ধান পেকেছে সেই হাওর গুলো দ্রুত গতিতে ধান কাটা হবে।  যাতে করে পুরোপুরি বৃষ্টির মৌসুম শুরু হওয়ার আগে কৃষক গোলায় ধান তুলতে পারে।           
এ সময় কৃষি শ্রমিকদেরকে উৎসাহ দেওয়ার জন্য ধান কাটায় অংশ্রগহন করেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন,তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ উপ-পরিচালক ফরিদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দোলা, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আলী মুর্তজা,তাহিরপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, আ,লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন,আওয়ামীলীগের অন্যতম সদস্য সেলিম আখঞ্জি,সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক,মৎস্যজীবিলীগের আহবায়ক আলম জিলানী সোহেল,সদস্য সচিব আজিজুল হক,ছাত্রলীগ সভাপতি আবুল  বাসার প্রমুখ সহ উপজেলার  কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।এ সময় জেলা প্রশাসক সবাইকে কৃষকদের ধান কাটতে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।