দুপুর ১:১৭,   শুক্রবার,   ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে শেয়ালের কামড়ে ৫ জন আহত

জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামে পাগলা শেয়ালের কামড়ে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। বুধবার (১৪ এপ্রিল) ভোরে পাগলা শেয়ালের আক্রমণের ঘটনা ঘটে। এছাড়াও মেঘারকান্দি গ্রামের ৫থেকে ৭ টি গবাদিপশু শেয়ালের কামড়ের শিকার হয়েছেন। শেয়াল আতঙ্কে গ্রামবাসী রাত জেগে পাহাড়া দিচ্ছেন।
গ্রামবাসী জানান, ভোর রাতে হঠাৎ করে মেঘারকান্দি গ্রামে কয়েকটি পাগলা শেয়াল হানা দেয়। এসম ঘরের বাহিরে থাকা মেঘারকান্দি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রত্না দাস(৩৫),কলেজ ছাত্র কৃষ্ণ দাস (২৪) কিশোর রাজু দাস(১৪) ও ব্যবসায়ী
বরুণ দাস (৪০) কে কামড় দেয়। আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এসময় মেঘারকান্দি গ্রামের অলস দাস ও প্রসেন দাসের গরু কে কামড় দেয়।
মেঘারকান্দি গ্রামের বাসিন্দা রাসেন্দ্র দাস জানান,গাপলা শেয়ালের কামড়ে মেঘারকান্দি গ্রামের কমপক্ষে ৫ জন আহত হয়েছে। গ্রাম জুড়ে পাগলা শেয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়ে। পড়ে গ্রামবাসী মিলে একটি শেয়ালকে মেরে ফেলেন।
শেয়ালের আক্রমণ ঠিকাতে ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে। একই সাথে গ্রাম পুলিশের মাধ্যম পাহার ব্যবস্হা করার দাবি জানান।