দুপুর ১:৩৩,   শুক্রবার,   ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

যাদের পরিচয়পত্র দেখালেই চলবে

নিউজসুনামগঞ্জ ডেস্ক:
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা জানান, পেশাগত জরুরি কাজে নিয়োজিত যেসব পেশাজীবী পরিচয়পত্র দেখিয়ে চলাচল করতে পারবেন তারা হলেন চিকিৎসা, ব্যাংকিং, গণমাধ্যম, শিল্প কারখানা গার্মেন্টস ও উৎপাদন, বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সেবা, টেলিফোন ইন্টারনেট ও ডাকবিভাগ, সরকারি কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস এবং বন্দরসংশ্লিষ্ট কর্মকর্তারা-কর্মচারী।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আট দিনের কঠোর বিধিনিষেধের আওতামুক্ত থেকেও পুলিশি হেনস্তার শিকার হচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। লকডাউনের প্রথম দিন এমন বহু অভিযোগ পাওয়া গেছে।
চিকিৎসক, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তারা রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের সমস্যায় পড়েছেন। এই পরিপ্রেক্ষিতে যেসব পেশাজীবী তাদের বৈধ পরিচয়পত্র দেখিয়েই সড়কে চলাচল করতে পারবেন, তাদের নির্দিষ্ট করে দিয়েছে পুলিশ সদর দপ্তর।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা জানান, পেশাগত জরুরি কাজে নিয়োজিত যেসব পেশাজীবী পরিচয়পত্র দেখিয়ে চলাচল করতে পারবেন তারা হলেন চিকিৎসা, ব্যাংকিং, গণমাধ্যম, শিল্প কারখানা গার্মেন্টস ও উৎপাদন, বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সেবা, টেলিফোন ইন্টারনেট ও ডাকবিভাগ, সরকারি কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস এবং বন্দরসংশ্লিষ্ট কর্মকর্তারা-কর্মচারী।
পুলিশের সব ইউনিটকে এসব পেশাজীবী ব্যক্তিকে অগ্রাধিকার ভিত্তিতে চলাচলের সুযোগ দিতে পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে।