দুপুর ১:২৫,   শুক্রবার,   ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে কৃষকদের মধ্যে আউশ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

রেজুওয়ান কোরেশী,জগন্নাথপুর:
জগন্নাথপুর উপজেলা কৃষি পূর্নবাসন বাস্তবায়ন কমিটি ও উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যাগে ২০২১-২০২২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্ধোধন গতকাল অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কার্যালয়ের সামনে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কর্মসূচির উদ্বোধন করেন। এসময় জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জানান,বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিএডিসি কতৃক সরবরাহকৃত উন্নত মানের ধান বীজ,সার আউশ প্রণোদনা হিসেবে দুই হাজার কৃষকদের মধ্যে সরবরাহ করা হবে।