সকাল ৭:২১,   শুক্রবার,   ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লকডাউন ভঙ্গ করায় দোকানিকে জরিমান

স্টাফ রিপোর্টার:
সরকার কর্তৃক ঘোষিত লকডাউন না মানার কারণে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড, কালীবাড়ি মোড় ট্রাফিক পয়েন্ট, বখত্ পয়েন্ট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
রোববার (১৮ এপ্রিল) সকালের দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সম্রাট হোসেন। এ সময় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা লংঘনের দায়ে ০৪ (চার) টি মামলায় মোট ৩ তিন ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। অনেকেই সরকার থেকে দেয়াে বেঁধে দেয়া সময় থেকে বেশি সময় দোকান খোলা রাখা এবং যে সকল দোকান না খুললেও তেমন অসুবিধা হবে না টেইলার্স ও কসমেটিসের দোকানে জরিমানা করে সতর্ক করে দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ হতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানানো জেলা প্রশাসনের পক্ষ থেকে।