সকাল ৭:২৭,   শুক্রবার,   ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১১ জন

নিউজ সুনামগঞ্জ ডেস্ক :
সিলেট বিভাগে থামছে না করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩৬ জন। যার মধ্যে সুনামগঞ্জ জেলার ১১ জন।
মঙ্গলবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৮৩ জন, সুনামগঞ্জে ১১ জন, মৌলভীবাজারে ৬ জন, হবিগঞ্জে ১৭ জন, ওসমানী মেডিক্যালে আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়।
নতুন এই ১৩৬ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৭০০ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫৩৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৮৬ জন, হবিগঞ্জে ২ হাজার ২৫১ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২২৮ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
এছাড়া গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০৫ জন। এরমধ্যে সিলেটের ৯৯ জন, হবিগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ৫ জন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৬৫০ জন। এর মধ্যে সিলেট জেলার ১১ হাজার ২৭২ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৭৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৬৯ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩২ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন করোনা আক্রান্ত রোগী। সবমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩০৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৮৫ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ১ জন।