অ্যাম্বুলেন্স পেল তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
তাহিরপুর প্রতিনিধি:
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হয়েছে। বুধবার (০২ ডিসেম্বর) সকাল থেকে হাওর অঞ্চলের স্বাস্থ্য সেবা বঞ্চিতরা এই অ্যাম্বুলেন্স সেবা পাবেন। কয়েক মাস আগে অ্যাম্বুলেন্স দেয়া হলেও চালক না থাকায় এতো চালু করা যায় নি অ্যাম্বুলেন্সটি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসেন করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার ভূমি সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান, জেলা বঙ্গবন্ধু পরিষদ সাধারন সম্পাদক অনিমেষ পাল ভানু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, যুগ্ম সম্পাদক জয় রায়, উপজেলা মৎস্যলীগের যুগ্ম আহবায়ক আজিজুল হক প্রমুখ। পরে আনুষ্টানিকভাবে চালকের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেয়া হয়।