রাত ১১:৩১,   বুধবার,   ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আকস্মিক তিন উপজেলার বাজার পরির্দশনে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার :
আকস্মিক সুনামগঞ্জে তিন উপজেলার বাজার ও জনসংযোগস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
শনিবার বিকেলে জেলার সুনামগঞ্জ সদর উপজেলা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন বাজার ও জনসংযোগস্থল পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল হক প্রমুখ।
পরির্দশনকালে জেলা প্রশাসক দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে নিরাপদ মাত্রার চেয়ে অধিক জনসমাবেশ বাজারটি নিরাপদ ও নিয়ন্ত্রিত করার লক্ষ্যে পাগলা উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্দিষ্ট সময়ের ব্যপ্তিতে স্থানান্তর এবং জগন্নাথপুর উপজেলার বাজার নিয়মিত পরিদর্শন এবং জনসচেতনতা সৃষ্টির জন্য জেলা প্রশাসক সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।