আজিজ আহমদ সেলিম স্মরণে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির শোক সভা
নিউজ ডেস্ক :
সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে শোক সভা করেছে সুনামগঞ্জ বিপোর্টার্স ইউনিটি (এসআরইউ)।
বুধবার (২৮ অক্টোবর) রাতে এসআরইউ কর্যালয়ে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত।
সংগঠনের সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন,সংগঠনের সহ-সভাপতি সহ সভাপতি শাহজাহান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মাবুবুর রহমান পীর, ঝুনু চৌধুরী, সাধারণ পরিষদ সদস্য আল-হেলাল, মাহমুদুর রহমান তারেক, কর্ণবাবু দাস।
শোকসভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক মুশাইদ রাহাত, সাংস্কৃতি-ক্রীড়া ও তথ্য-প্রযুক্তি সম্পাদক রুজেল আহমদ, সাধারণ পরিষদ সদস্য মাসুক মিয়া, আশিকুর রহমান পীর, আব্দুল কাইয়ুম, আমিনুল হক, ফোয়দ মনি, দেওয়ান তাছদ্দুক রাজা ইমন, এনটিভি (ইউরোপ) প্রতিনিধি লুৎফুর রহমান, বণিক বার্তা প্রতিনিধি আল আমিন।
সভার শুরুতেই ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং সবশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।