আজ সুনামগঞ্জ মুক্ত দিবস
স্টাফ রিপোর্টার :
৬ই ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস । ১৯৭১ সালের এই দিনে পাক-হানাদরবাহিনীকে হটিয়ে সুনামগঞ্জকে শত্রুমুক্ত ঘোষণা করে উল্লাসে মেতে উঠেন মুক্তিযোদ্ধা-জনতা। নেমে আসেন রাস্তায়। পাক-হানাদরবাহিনী ও তাদের দোষরা শহর ছেড়ে পালিয়ে যায়। জয়বাংলা স্লোগানে স্লোগানে সেদিন মুখর হয় সুনামগঞ্জ শহর। সুনামগঞ্জ
১৯৭১ সালের ৬ ডিসেম্বর সুনামগঞ্জ পাকহানাদার মুক্ত হয়। এই দিনে ভোর থেকে সাব-সেক্টর কমান্ডার মেজর মোতালেব এর নেতৃত্বে মুক্তিবাহিনিরা হানাদার বাহিনী ও রাজাকার-আলবদরদের উপর হামলা চালালে সেই দিন পালিয়ে যায় পাকিস্তানিরা। ১৯৭১ সালে সুনামগঞ্জ শহরতলির ডলুরা ও নলুয়া গ্রামে রাজাকারদের সহায়তায় কয়েক শত মুক্তিযুদ্ধাদের ব্যারাকের ভিতর হামলা চালিয়ে হত্যাযজ্ঞ চালায়। এছাড়া দোয়ারাবাজার, জগন্নাথপুর, ছাতক, সদর উপজেলাসহ জেলার সব জায়গায় পাকিস্তানিরা বর্বর হামলা চালায়।
৬ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন জেলা মুক্তিযোদ্ধা সংসদ দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।
সুনামগঞ্জ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন ব্যপক কর্মসূচী হাতে নিয়েছে। তার মধ্যে অন্যতম কর্মসূচী হল সদর উপজেলার ডলুরায় ৪৮ জন শহীদ মুক্তিযোদ্বার সমাধিতে শ্রদ্ধা নিবেদন।