আদর্শ শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহি প্রাচীন কিন্ডার গার্ডেন আদর্শ শিশু শিক্ষা নিকেতন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে দিনব্যাপি সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোাধন করেন সুনামগঞ্জ-৪ (সদর-বিশ^ম্ভরপুর) আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আলোচনা সভায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়জুর রহমান, প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, মহিলা কাউন্সিলর শেলী চৌহান প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, আদর্শ শিশু শিক্ষা নিকেতন এর প্রিন্সপাল মো. আমিরুল ইসলাম। খেলা শেষে পৌর মেয়র নাদের বখত উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন।