সকাল ৮:৪০,   রবিবার,   ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আব্দুল গণি ট্রাস্টের মেধাবৃত্তি পেলেন ৪০ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার :
আব্দুল গণি ট্রাস্টের মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা মিশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃত্তি প্রদান উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারি অধ্যাপক শহিদুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি আমিনুল হক, জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম সেলিম, সিনিয়র শিক্ষক ইসমাইল হোসেন, সহকারি প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, শামছুল ইসলাম, আরিফুল ইসলাম, জমির উদ্দিন, শামছুল ইসলাম, গোলাম মোস্তফা, নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহ নূর, তাজুল ইসলাম, রফিকুল ইসলাম, অভিভাবক আছমা আক্তার, শিক্ষার্থী তানজিনা আক্তার প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, আব্দুল গণি ট্রাস্টের সদস্য সচিব ডা. নুরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, পড়াশুনার মাধ্যমে আমাদের দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখান থেকে কেউ হবে ডিসি কেউ হবেন পুলিশ সুপারসহ বড় বড় কর্মকর্তা। প্রত্যেকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আমি এই কাজটি করতে পারবো। তাহলে সে তার চূড়ান্ত লক্ষে পৌছানো সম্ভব।
আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত ৪০ জন শিক্ষার্থীর মধ্যে সনদ, বৃত্তির টাকা ও বই তুলে দেন অতিথিরা।