আলীগঞ্জ বাজারে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবিতে আবেদন
স্টাফ রিপোর্টার :
আলীগঞ্জ বাজারে দক্ষিণ ছাতক উপজেলা সদর দফতর স্থাপনের দাবিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন কমিটি।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের কাছে আবেদনপত্র প্রদান করেন সংগঠনের আহ্বায়ক আব্দুল মালিক।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের কোষাধ্যক্ষ সুলতান খাঁন, সংগঠনের সদস্য সুমন তালুকদার, আবুল আকছান জীবন প্রমুখ।
আবেদনের অনুলিপি দেয়া হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, সুনামগঞ্জ-৫ আসনের এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্যসচিব, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ছাতক উপজেলা নির্বাহী অফিসারকে।
আবেদনে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের পর স্থানীয় আলীগঞ্জ বাজারে এর সদর দফতর হলে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর অবকাঠামোগত উন্নয়ন হবে বলে উল্লেখ করেন দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন কমিটির নেতারা।
তারা আবেদনে উল্লেখ করেন, আর ঐতিহ্যবাহী আলীগঞ্জ বাজারে সদর দফতর স্থাপিত হলে শিক্ষা-চিকিৎসাসহ নানা ক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানে আধুনিকতার ছোঁয়া লাগবে। তাই দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন এবং আলীগঞ্জ বাজারে সদর চাওয়া সময়ের দাবিতে পরিণত হয়েছে।