আলোকবর্তিকা যুব সংগঠনের মাস্ক বিতরণ
নিউজ ডেস্ক :
আলোকবর্তিকা যুব সংগঠনের উদ্যেগে পথচারি ও রিক্সা চালকদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্ট, কাজির পয়েন্টসহ বিভিন্ন জায়গায় এই মাস্ক বিতরণ করা হয়। এছাড়া করোনাকালীন সময়ে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে দৈনন্দিন কাজ কর্ম করা যায় সেই বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়।
মাস্ক ও লিফলেট বিতরণ শেষে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমান পীর’র সঞ্চালনায় পথসভার আয়োজন করা হয়।
সংগঠনের অর্থ সম্পাদক অ্যাড. মো: মুশফিকুর রহমাম পীর রুহেল তার বক্তব্যে বলেন, এই করোনাকালীন সময়ে জীবন বাঁচানোর পাশাপাশি অর্থনীতিও বাচাতে হবে, তাই আমরা ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করব এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রচারিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মো: রাসেল চৌধুরী, এড. মাসুদুল হক সুমেল, সৈয়দ আমিরুল ইসলাম জাকের, মনির হোসেন, তাহমিদ চৌধুরী, আফসার আহমদ রয়েল, মো: মুমিনুর রহমান পীর শান্ত, ইকরাম আলম পীর, পীর জামিল, ফাহমিদ চৌধুরী ফামু, মো: রেজুয়ান, সায়েম, মনুয়ার চৌধুরী, ফরহাদ, সাবিত প্রমুখ।
পথসভা শেষে সংগঠনের পক্ষ থেকে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ্ এমপি সঙ্গে সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন।