আ.লীগ নেতা লিটন ও সিরাজ করোনায় আক্রান্ত
ন্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের দুই প্রবীন নেতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই দুই নেতা হলেন, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দায় চৌধুরী লিটন ও সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ।
এর মধ্যে একজন হাসপাতালে ও অন্যজন বাসায় চিকিৎসাধীন আছেন।
জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন জানান, বেশ কয়েকদিন আগে জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দায় চৌধুরী লিটন করোনা ভাইরাসে আকান্ত হন। পরে তাঁর অবস্থার অবনতি হলে সিলেট শহীদ শামস উদ্দিন হাসপাতালে ভতি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে তিনি জানান।
জেলা আ.লীগের কোষাধক্ষ্য ইশতিয়াক আহমদ শামীম জানান, রোববার নমুনার ফলাফলে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজের করোনা পজেটিভ আসে। তিনি বর্তমানে শহরের হাসননগরের নিজ বাসায় আইসোলেশনে আছেন এবং শারীরিকভাবেও অনেকটা সুস্থ।
এদিকে সুস্থতার জন্য এই দুই নেতার পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।