ভোর ৫:১৫,   মঙ্গলবার,   ২৩শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৭ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৬ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ঈদে কাপড় কেনার টাকায় খাদ্যসামগ্রী বিতরণ তরুণদের

স্টাফ রিপোর্টার :
ঈদের টাকা দিয়ে জামা না কিনে অসহায় মানুষদের খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌছে দিল ফেন্ডস ফ্যামেলী সংগঠনের তরুনরা।
সোমবার (১৮ মে) রাতে সুনামগঞ্জ পৌর শহর অসহায় কর্মহীন মানুষের বাড়ি বাড়ি তারা ঐ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এসময় সংগঠনের ইব্রাহীম, শাবন, সাকিব, রিমন, রাতুল, মিনহাজ, বাবু, মহিবুর, সারোয়ার, রাহিব, ওমর, রবিউল, আব্দুলা, তানিম, হাসান, তারেক, মুহিত, ইমরান, নাঈম, রবিন, রাব্বি সহ ২১ জন তরুণ বাড়ি বাড়ি গিয়ে খাবার বিতরণ করেন।
তারা জানান, পরিবারের দেওয়া ঈদের টাকায় জামা কাপড় না কিনে সেই টাকায় তেল ১ লিটার, চাল ৫ কেজি, পিয়াজ ১ কেজি, আলু ১ কেজি, ডাল ১কেজি করে দেয়া হয় ৪০ টি পরিবারকে।
অন্যদিকে তাদের এ কর্মকাণ্ডকে স্বাদুবাদ জানিয়েছে এলাকাবাসীরা। এলাকার বাসিন্দা আজহার মিয়া জানান, আমরা যা পারিনি ছোট তরুন ছেলেরা তা করে দেখিয়েছে এদের ঐ রকম মন মানসিকতা যাতে সব সময় তাকে আমরা দোয়া করি।
উদ্যেগতা তরুন শিক্ষার্থী সাকিব আহমেদ জানান, করোনার জন্য অনেক অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাই আমরা আমাদের পরিবারের কাছ থেকে ঈদের জন্য জামা কিনার টাকা নিয়ে আমরা খাদ্যসামগ্রী কিনেছি।