এমপি মানিকের মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের মা জাহানারা বেগম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা তিনি যান।
মৃত্যুকালে তিনি ৪ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার প্রথম জানাজা (০৮ডিসেম্বর) মঙ্গলবার দুপুর ২ টায় ছাতক শেখ রাসেল মিনি স্টেডিয়াম (মন্টু বাবুর মাঠে) ও দ্বিতীয় জানাজা বিকাল ৪:৩০ মিনিটে নিজ গ্রাম আমেরতল গ্রামে অনুষ্ঠিত হবে।
উনার মৃত্যুতে মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক এমপি, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি, বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন এমপি, স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম এমপি, সাবেক মন্ত্রী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড মাহবুব আলী এমপি, সাবেক চীফ হুইপ আব্দুস শহিদ এমপি, স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আ.ফ.ম রুহুল হক এমপি, ডাঃ মনসুর রহমান এমপি, ডাঃ আব্দুল আজিজ এমপি, ডাঃ জাকিয়া নুর লিলি এমপি, একরামুল করিম চৌধুরী এমপি, সাংসদ আব্দুল মজিদ খান, এডভোকেট আবু জাহির এমপি, হাফিজ আহমদ মজুমদার এমপি, শাহ নেওয়াজ মিলাদ গাজি এমপি, নেছার আহমদ এমপি, সুলতান মোঃ মনসুর আহমদ এমপি, মাহমুদুস সামাদ চৌধুরী এমপি, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, পীর ফজলুর রহমান মিছবাহ এমপি, মোকাব্বির খান এমপি, জয়া সেন গুপ্তা এমপি, শামিমা শাহরিয়ার এমপি, জহুরা আলা উদ্দিন এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সায়েরা মহসিন, এডভোকেট শাহানা রাব্বানী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য আজিজুস সামাদ ডন, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং ব্যক্তি শোক প্রকাশ করেছেন।