এমপি রতনের রোগ মুক্তি কামনায় সুনামগঞ্জ যুবলীগের দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বুধবার রাতে হৃদরোগের আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার রোগ মুক্তি কামনা করে আজ বৃহস্পতিবার বাদ এশা সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে জেলা যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা র চেয়ারম্যান খায়রুল হুদা চপল, যুগ্ম আহ্বায়ক খন্দকার মনজুর আহমদ, সদস্য নুরুল ইসলাম বজলু, ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, সিতেশ তালুকদার মঞ্জু, সবুজ কান্তি দাশ, পাভেল আহমেদ, সারাজ মিয়া, তৈয়ব আলী, সাংবাদিক সেলিম আহমেদ তালুকদার প্রমুখ।
রোগ মুক্তি কামনা দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আতাউর রহমান লস্কর ।