সকাল ১০:৪৪,   রবিবার,   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

এসএসসি পরীক্ষা : সুনামগঞ্জে পরীক্ষার্থী ২৪ হাজার ৯৭৫ জন

স্টাফ রিপোর্টার :
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি। এবার সিলেট শিক্ষা বোর্ডে এ পরীক্ষায় গেল বছরের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে। এছাড়া বেড়েছে পরীক্ষায় অংশগ্রহণকারী স্কুলের সংখ্যা ও পরীক্ষা কেন্দ্রও।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গেল বছর সিলেট বোর্ডে পরীক্ষার্থী ছিল এক লাখ ১৩ হাজার ৪৭২ জন। এ বছর পরীক্ষার্থী দুই হাজার ৮৯৫ জন বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৬ হাজার ৩৬৭ জন।
সুনামগঞ্জ জেলায় পরীক্ষার্থী ২৪ হাজার ৯৭৫ জন। এদের মধ্যে ১১ হাজার ২০৭ জন ছাত্র ও ১৩ হাজার ৭৪৬ জন ছাত্রী।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে নকল ঠেকাতে প্রশাসনের পাশাপাশি বোর্ডের নিজস্ব পর্যবেক্ষক দলও থাকবে।