বিকাল ৩:২৫,   শুক্রবার,   ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

ওয়েজখালিতে আফতাব মেডিকেল হল উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজ খালী পয়েন্টে এ আফতাব মেডিকেল হল উদ্ধোধন করা হয়েছে। শনিবার বিকেলে ওয়েজখালি পেট্রল পাম্পের পাশের মার্কেট এ মেডিকেল হলের উদ্ধোধন করেন (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভপুর) আসনের সংসদ সদস্য
পীর ফজলুর রহমান মিছবাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র নাদের বখত।
উদ্ধোধন শেষে ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে চিকিৎসা দেয়া হয়। আফতাব মেডিকেলের পক্ষে চিকিৎসা প্রদান করেন ডা.মনোয়ার হোসেন সোহেল, ডা.মিনহাজ উদ্দিন মুন্না।
এ সময় উপস্থিত ছিলেন, ডা.জাফর সাদিক, ডা.মো.আফতাব উদ্দিন, ফার্মাস্টিট আবরা, সাবেক কাউন্সিলর লিটন, জেলা নিরাপদ সড়ক চাই এর সভাপতি মহিম তালুকদার, সম্মিলত সামাজিক জোটের দপ্তর সম্পাদক শামছুর রহমান শুভ, সমাজ কর্মী শহিদুর রহমান প্রমুখ।
পরে আফতাব মেডিকেল হলের সৌজন্য জলিলপুর স্পোর্টিং ক্লাবকে ফুটবল খেলার জন্য এক সেট পোশাক প্রদান করা হয়