করোনায় মারা গেলেন জগন্নাথপুরের সৈয়দ মিজান
জগন্নাথপুর প্রতিনিধি :
করোনাভাইরাসের আক্রান্ত হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২১ আগষ্ট) তাঁর জানাজা শেষে সিলেটে দাফন সম্পন্ন হয়েছে।
জানা যায়, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর এলাকার মৃত সৈয়দ ছদরুল ইসলামের ছেলে সৈয়দ মিজান (৩৩) করোনা আক্রান্ত হয়ে সম্প্রতি সিলেটের শহীদ শামসুদ্দিন হাসাপাতালে আইসোলেশনে ওয়ার্ডে ভর্তি হন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্নালিল্লাহি… রাজিউন)।
আজ বাদজুম্মা নগরীর মানিক পীর এলাকায় তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে। সৈয়দ মিজানের অকাল মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে।
সৈয়দ মিজানের স্বজনরা জানান, বেশদিন ধরে কিডনী জটিলতায় ভুগছিলেন। গত ২৬ জুলাই ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরে সপ্তাহে দুইদিন ডায়ালাইসিস চলছিল তার। হঠাৎ করেই শরীর বেশি খারাপ হয়ে গেলে গত রোববার রাগিব আলী হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে করোনা পজেটিজ রিপোর্ট আসার পর সামছুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রসঙ্গত, সৈয়দ মিজানের পরিবার অনেকবছর ধরে সিলেট নগরীতে বসবাসত করে আসছিলেন