রাত ৮:৪৪,   রবিবার,   ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

করোনায় আক্রান্তের শীর্ষে সুনামগঞ্জ সদর : রোববার আরও ৩০ জন

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির সাথে সাথে সুনামগঞ্জেও বাড়তে থাকে করোনা আক্রান্ত সংখ্যা। জেলার ১১ টি উপজেলায় করোনার স্পর্শ থাকলেও সুনামগঞ্জ সদর উপজেলার আক্রান্তের তুলনায় অনেক কম। রোববার সুনামগঞ্জে একদিনে ৪০ জনের করোনা শনাক্ত হলে সেখানে ৩০ জনই সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। জেলা মধ্যে সর্বোচ্চ করোনা আক্রান্ত রোগী সংখ্যাও সুনামগঞ্জ সদর উপজেলার দখলে। রোববার পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪১ জন।
জানাযায়, আজ রোববার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পিসিআর ল্যাবে সুনামগঞ্জের ১১৪ টি নমুনা পরীক্ষা করা হলে সেখানে সুনামগঞ্জের মোট ৪০ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলারই ৩০ জন শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ পৌরসভা এলাকার বাসিন্দা সংখ্যাই বেশি। তাদের মধ্যে সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া এলাকার ৯ জন, সুনামগঞ্জ সদর হাসপাতাল রোড এলাকার ৬ জন, ষোলঘর এলাকার ৫ জন, পশ্চিম তেঘরিয়া এলাকার ২ জন, জামাইপাড়া এলাকার ৩ জন, ওয়েজখালী এলাকার ২ জন এবং ইব্রাহিমপুর এলাকার রয়েছেন ২ জন। রোববার পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলায় করোনায় থেকে সুস্থ হয়েছেন ২২৩ জন, তবে এখন পর্যন্ত এ উপজেলায় কোন করোনা আক্রান্ত রোগী মারা যাননি।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, রোববার সুনামগঞ্জের ৪০ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৩০ জন রয়েছেন। সেখানে নতুন পুরাতন রোগী থাকতে পারে তবে আক্রান্ত সবাইকে বাড়িতেই আইসোলেশনে রাখা হবে।