দুপুর ১:১৯,   শনিবার,   ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

করোনা : সুনামগঞ্জে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা

স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের কারণে সুনামগঞ্জে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নিবে প্রশাসন। বৃহস্পতিবার সকালে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় এবং বাজার মনিটরিং কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
সভায় উপস্থিত অনেকে অভিযোগ করেন করোনা ভাইরাসকে কাজে লাগিয়ে সুনামগঞ্জের ব্যবসায়ীরা পেঁয়াজ, চাল-ডালসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। পরে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ সকল ব্যবসায়ীদের প্রতি নিত্য প্রয়োজনীয় দাম না বাড়ানোর জন্য অনুরোধ করেন।
জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেন, করোনা ভাইরাসকে কাজে লাগিয়ে কিছু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে শুনেছি। কিন্তু আমরা বাজার মনিটরিংয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখতেছি। কোন ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পন্য বিক্রি করতে পারবেন না।
তিনি আরো বলেন, আমরা ব্যবসায়ী সমিতির দায়িত্বরতদের নির্দেশনা প্রদান করেছি। যতি তারপরেও সুনামগঞ্জে নিত্য প্রয়োজনীয় পন্যোর দাম বাড়ানো হয় তাহলে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তির মুখোমুখি নিয়ে আসবো।
এসময় উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র নাদের বখত, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, এডিএম মোঃ সোহেল মাহমুদ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এনামুল হক, ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলী খুসনুর. সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।