কাল সুনামগঞ্জ আসছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান
স্টাফ রিপোর্টার :
আগামীকাল বুধবার সুনামগঞ্জে আসছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি। মঙ্গলবার মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আগামীকাল বুধবার দুপুর ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে নিজ বাড়িতে আসবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। বিকাল ৩ ঘটিকায় দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার কোভিড-১৯ প্রতিরোধ সংক্রন্ত কার্যক্রম, ত্রাণ বিতরণ কার্যক্রম এবং হাওরে বোরো ধান কাটা সরেজমিনে পরিদর্শন করবেন তিনি। পরদিন বৃহস্পতিবার সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।