রাত ৯:৩৬,   মঙ্গলবার,   ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

কুড়িয়ে পাওয়া মোবাইল ফিরিয়ে দিলেন দিনমজুর রেনুকা

দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাই থানা পয়েন্ট থেকে কুড়িয়ে পাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন দিনমজুর মহিলা। ওই মহিলা বৃহস্পতিবার বিকেলে মোবাইল রাস্তায় কুড়িয়ে পান। পরে মোবাইলটি নিয়ে আসেন দিরাই অনলাইন প্রেসক্লাবে। অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদকে পেয়ে বিষয়টি জানিয়ে মোবাইল রেখে যান তার কাছে।
এসময় করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের রঞ্জিত বর্মনের স্ত্রী বালু শ্রমিক রেনুকা বর্মন এসময় বলেন, রাস্তার পড়েছিল, শিশুরা নিয়ে যেতে পারে ভেবে নিয়ে আসছি। এরপর অনুসন্ধান করে মোবাইলটির প্রকৃত মালিক একই ইউনিয়নের আবারক উল্লা’র পুত্র নুরে ইমানের হাতে তুলে দেওয়া হয়।