রাত ১১:১৬,   শুক্রবার,   ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,   ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি

কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে দিলো সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি

দ. সুনামগঞ্জ প্রতিনিধি :
সেবা দানের প্রত্যয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তেঘরিয়া গ্রামে হতদরিদ্র কৃষকের ধান কেটে দিলেন উপজেলার সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি লিমিটেডের সকল সমিতির গ্রাম কর্মীবৃন্দ।
বৃহস্পতিবার (৩০এপ্রিল) সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেনের নেতৃত্বে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি লিমিটেড এর সকল গ্রাম কর্মী বৃন্দ তেঘরিয়া গ্রামের হতদরিদ্র কৃষক কাজল দাসের ৩ বিঘা জমির ধান কেটে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক  দিলীপ তালুকদার, ইউপি সদস্য সুজন তালুকদার, গাগলী গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবেল আহমদ, বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ইনাত নগর গ্রাম উন্নয়ন সমিতির সাধারন সম্পাদক সৈয়দুল হক, অমিত, কৃষকলীগ নেতা আমির,যুবলীগ নেতা মিল্টন দেবনাথ, যুবলীগ নেতা সুহেল আহমদ, ছাত্রলীগ নেতা দিলীপ দাস, ছাত্রলীগ নেতা নিতাই দাস, ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ সহ প্রমুখ।