সকাল ৮:৪৬,   শনিবার,   ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কৃষক লীগের মুজিব শতবর্ষ উদযাপন: বিনামূল্যে কৃষকদের স্বাস্থসেবা প্রদান

স্টাফ রিপোর্টার :
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে শতাধিক কৃষকে বিনামূল্য স্বাস্থ্যসেবা প্রদান করেছেন সুনামগঞ্জ জেলা কৃষক লীগ। ব্যবস্থাপত্রের পাশাপাশি তাদের ঔষধ প্রদান করা হয়।
শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়নে কৃষকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। স্বাস্থ্যসেবা সহযোগিতা করেন সুনামগঞ্জ সদর হাসপাতালের চারজন চিকিৎসক। পরে দুপুরে জেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
প্রধান বক্তারা বক্তার বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, কৃষক লীগের সিলেট বিভাগের সমন্বয়ক দেওয়ান জয়নাল আবেদীন, কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জেলা কৃষক লীগের যুগ্ম আহŸায়ক শফিকুল ইসলাম, জুনেদ আহমদ, গৌতম বণিক, শাহ আলম শেরুল প্রমুখ।
বর্ধিত সভায় নেতৃবৃন্দ বলেন,‘ বিএনপি-জোট সরকারের আমলে সারের দাবিতে কৃষকদের মিছিলে গুলি করে কৃষকদের খুন করা হয়েছে। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেততৃত্বাধীন সরকার প্রতিবছর শত-শত কোটি টাকা ভূর্তুকি দিচ্ছে। বর্তমান সরকার মহা পরিকল্পনা নিয়ে দেশের কৃষক সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারা সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের চেতনার সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।