ভোর ৫:৩২,   রবিবার,   ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কৃষি উদ্যােক্তাদের ইউসিবি’র দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার:

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সুনামগঞ্জের ১৩০ জন কৃষি উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছে।
রোববার (১৯ মে) দিনব্যাপী পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সেই সাথে এই প্রশিক্ষণে জেলার ১২টি উপজেলা থেকে মোট ২৫০জন কৃষক অংশ নেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেটের পরিচালক আমিরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামান, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক, কৃষি তথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম প্রমুখ।
প্রশিক্ষণে বক্তারা বলেন, কৃষককে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার দিকে মনোযোগী হতে হবে। এ জন্য উদ্যোক্তা তৈরি, তাদের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি করা দরকার। আমরা ইউসিবি কৃষি উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে চাই। তাদের সহযোগিতা করতে চাই। আমরা আমাদের ব্যাংককে কৃষি উদ্যোক্তা-বান্ধব ব্যাংকে পরিণত করতে চাই।
এছাড়াও প্রশিক্ষণে সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা দেওয়ার পথ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।