রাত ২:১৪,   রবিবার,   ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ক‌রোনায় মারা গে‌লেন ধর্মপাশার আওয়ামী লীগ নেতা আলমগীর ক‌বির

স্টাফ রি‌পোর্টার :
ক‌রোনা আক্রান্ত হ‌য়ে মারা গে‌লেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য, ধর্মপাশা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলমগীর ক‌বির।
‌রোববার রাত পৌ‌নে ১২টায় রাজধানী ঢাকার মুগদা হাসপাতা‌লে তি‌নি ই‌ন্তেকাল ক‌রেন।
মৃত্যুকা‌লে তি‌নি অসংখ্য আত্মীয় স্বজন রে‌খে গে‌ছেন।
তাঁর মৃত্যু‌তে ধর্মপাশা উপ‌জেলা আওয়ামী প‌রিবা‌রে শো‌কের ছায়া নে‌মে এসে‌ছে।
‌জেলা আওয়ামী লী‌গের শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক সী‌তেশ তালুকদার মঞ্জু জানান, প্রবীন আওয়ামী লীগ নেতা আলমগীর ক‌বির কিছু দিন আ‌গে ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত হন। প‌রে তাঁর শা‌রী‌রিক অবস্থার অবন‌তি হ‌লে রাজধানী ঢাকার মুগদা হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। রোববার রা‌তে তি‌নি চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান।
‌তি‌নি জানান, পরবর্তী‌তে তাঁর জানাজার সময় জানানো হ‌বে।