করোনা আক্রান্ত নারী সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে
বিশেষ প্রতিনিধি :
সুনামগঞ্জে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন এক নারী। প্রায় ৪০বছর বয়সী নারীর বাড়ি জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের চন্ডিপুর গ্রামে। করোনা ভাইরাসে আক্রান্ত নারীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হয়েছে। তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত নারীর পরিবারের অন্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন এমন খবরে হাসপাতাল এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। হাসপাতাল এলাকার অধিকাংশ ওষুধের দোকান বন্ধ করে দিয়েছেন মালিকরা। এতে হাসপাতালে আসা সাধারণ রোগীরা ওষুধ কিনতে গিয়ে বিপাকে পড়েছেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, করোনায় আক্রান্ত রোগী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা ভালো। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি। হাসপাতাল পাশবর্তী এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এর আগে রোববার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ জানায় সুনামগঞ্জের দোয়ারা বাজারে জেলার প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।