সকাল ৯:২২,   শনিবার,   ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

খন্দকার মোস্তাকদের অনুসারীরা দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : এমপি মানিক

নিউজ ডেস্ক :
ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর করে ইতিহাস সৃষ্টি করেছেন তারই সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা। এখন সময় এসেছে খুনিদের পাশাপাশি তাদের কুশিলবদেরও বিচারের আওতায় আনা। বঙ্গবন্ধুর খুনিদের বিচারের আওতায় না আনতে যারা আইন করেছিল, যারা জাতীয় শোক দিবসে কাল্পনিক জন্মদিনের উৎসব পালন করেছিল তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে জনগন।
তিনি বলেন, খন্দকার মোস্তাকদের অনুসারীরা এখনো দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় শোককে শক্তিতে পরিনত করে রাষ্ট্র বিরোধি সকল ষঢ়যন্ত্রকে প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবন্ধ হওয়ার আহবান জানান তিনি।
শনিবার (১৫আগষ্ট) সকালে উপজেলা পরিষদ চত্তরে নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু শাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ওসি মোস্তফা কামাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তোতা মিয়া, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, সায়েস্তা মিয়া।
সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রশান্ত দে, সাব রেজিষ্ট্রার আব্দুল করিম ধলা মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ছাতক সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার, সমাজসেবা কর্মকর্তা শফিউর রহমান, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, পিআইও মাহবুব রহমান, খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন, ইন্সট্রাকটর জামিউল আলম খন্দকার, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, আনসার ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলখাকুর রহমান, মুরাদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, আফজাল আবেদীন আবুল, মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, কবির উদ্দিন লালা, আলহাজ্ব নিজাম উদ্দিন বুলি, আওয়ামীলীগ নেতা মুশাহিদ আলী, আফতাব উদ্দিন, আব্দুল আউয়াল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজাম্মুল হক রিপনসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু ম্যুরাালে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, ছাতক প্রেসক্লাব, শিল্পকলা একাডেমি, সমবায় অফিস, সমাজসেবা