সকাল ৯:১৮,   শনিবার,   ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

চারাগাঁও শুল্ক ষ্টেশন দিয়ে চুনা পাথর আমদানী শুরু

তাহিরপুর প্রতিনিধি :
তাহিরপুর উপজেলার বড়ছড়া, চারাগাঁও, বাগলী (বীরেন্দ্রনগর) তিনটি শুল্ক ষ্টেশনের মধ্যে শুধুমাত্র বাগলী শুল্ক ষ্টেশন দিয়ে কয়লা ও চুনাপাথর আমদানী হলেও প্রথমবারের মতো চারাগাঁও শুল্ক ষ্টেশন দিয়ে সোমবার দুপুরে চুনাপাথর আমদানী শুরু হয়েছে।
আনুষ্ঠানিকভাবে আমদানী কার্যক্রমের উদ্বোধন করেন তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি হাজী আলকাছ উদ্দিন খন্দকার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গ্রুপের সিনিয়র সহ সভাপতি হাজী ফরিদ গাজী, কোষাধক্ষ জাহের আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়েরসহ গ্রুপের নেতৃবৃন্দ, আমদানীকারক সিরাজ মিয়া, সুজন মিয়া প্রমুখ।
বড়ছড়া শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. রেজাউল করিম জানিয়েছেন, প্রথম দিনে চারাগাঁও শুল্ক ষ্টেশন দিয়ে ছয় শত মে. টন চুনাপাথর আমাদানীর এলসি জমা পড়েছে। এর মধ্যে আজ প্রথম দিনে প্রায় দুই শত মে. টন চুনাপাথর বাংলাদেশে এসেছে।