ভোর ৫:১৭,   বুধবার,   ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চোখে- মুখে কাপড় বেঁধে সুনামগঞ্জে তরুণদের ধর্ষনের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার :
সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষনকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে চোখে- মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে সুনামগঞ্জের সচেতন তরুণ তরুণীরা।
বুধবার বিকালে সুনামগঞ্জ পৌর শহরের শাপলা চত্ত্বর এলাকায় প্রতিবাদী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিককর্মী জাহাঙ্গীর আলম, সাংবাদিক দেওয়ান গিয়াস, শহীদনূর আহমেদ, নাট্যকর্মী মাহবুব, সাজ্জাদ পিয়াল, জিহান যুবায়ের, সোহানুর রহমান সোহান, মেহেদী হাসান, স্বজন, সাকিব, তুষার, কাব্ব, মহিম, জেলি, পুকল, ইমিন, নাঈম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা তরুণরা চাই একটি ধর্ষণ মুক্ত সমাজ। বর্তমানে সারাদেশে যে হারে ধর্ষণ বেড়ে চলেছে সেটা আমাদের ভবিষ্যতের জন্য খারাপ বার্তা নিয়ে আসবে। আমাদের সবার দাবি ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমরা চাই একটি আদর্শ রাষ্ট্র যে সমাজে কোন বোন বা মায়ের দিকে কেউ খারাপ চোখে থাকানো আগে তার শাস্তির কথা মনে পড়ে।
বক্তারা আরও বলেন, আমরা বর্তমানে এমন জায়গায় এসেছি যেখানে কিছু হলেও চোখ, মুখ, কান বন্ধ করে থাকতে হয় দর্শক হয়ে কিন্তু এমনভাবে থাকলে হবে না আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।