রাত ১০:১৮,   বুধবার,   ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

ছাতক প্রতিনিধি :
ছাতকে স্কুলে যাওয়ার পথে সিএনজি অটোরিক্সার ধাক্কায় প্রমী রাণী নাথ (৮) নামের এক ছাত্রীর মৃত্যু ঘটেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের মহদি সরকারি প্রথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দূর্ঘটনাটি ঘটে। সে মহদি গ্রামের ফেরু নাথের কন্যা ও মহদি সরকারি প্রথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয় সংলগ্ন সড়কে একটি সিএনজি অটোরিক্সা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
এ সময় স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, লাশের ময়না তদন্ত শেষে বিকেলে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।