ছাতকে বাড়ি বাড়ি গিয়ে খাবারসামগ্রী দিলেন ছাত্রলীগ নেতা শামীম
স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাসের কারণে সুনামগঞ্জে চলছে লকডাউন, তাছাড়া সরকারের দেওয়া সাধারণ ছুটিতে কপাল পুড়েছে দিনমজুর অসহায় মানুষদের। তাই নিজ উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে অসহায়দের মধ্যে খাবার সামগ্রী পৌছে দিচ্ছেন ছাত্রলীগ নেতা শামীম আহমেদ চৌধুরী।
সোমবার দিনব্যাপি ছাতক পৌরসভার ৮নং ওয়ার্ডের চরেরবন্দ এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে খাবার বিতরণ করেন তিনি। এসময় খাবার সামগ্রী মধ্যে ছিলো, চাল, ডাল, আলু, লবণ।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা শামীম আহমেদ চৌধুরী বলেন, করোনাভাইরাসের কারণে যাদের ঘরে খাবার পৌছে না ও যারা কষ্টে রয়েছেন আমি তাদের সামান্য সহযোগিতা করেছি কিছু উপহার দেওয়ার। আমি আমার ব্যক্তিগত উদ্যোগ থেকে তাদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌছে দিয়েছি। আমি চাই সমাজের যারা বিত্তবান রয়েছেন তারা যেনো ওই দুর্যোগকালীন সময়ে তাদের পাশে দাঁড়ান।