বিকাল ৫:০৫,   মঙ্গলবার,   ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে ভারতীয় নাসির বিড়ি ধ্বংস

ছাতক প্রতিনিধি :
ছাতকে ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকার ভারতীয় নাসির বিড়ি ধ্বংস করা হয়েছে। অবৈধ ভারতীয় নাসির বিড়ি ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকার মূল্যের ধ্বংস করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় ছাতক থানায় বিভিন্ন সময় জব্দকৃত এসব বিড়ি ধ্বংস করা হয়।
ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবিরের উপস্থিতিতে ভারতীয় নিষিদ্ধ ২৩৫ বান্ডিল নাসির বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত এসব বিড়ির বাজার মূল্য প্রায় ১লাখ ১৭হাজার ৫০০টাকা বলে ছাতক থানা পুলিশ জানিয়েছে।
আগুনে পুড়ানোর সময় উপস্থিত ছিলেন, ছাতক থানার পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন আহমদ শিপন, পরিদর্শক (অপারেশন) মিজানুর রহমান, এসআই আনোয়ার হোসেন, এসআই মহাদেব বাছার, এসআই সৈয়দ আব্দুল মান্নান প্রমুখ।